২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-২০, বিজ্ঞান

চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ-বৃদ্ধি
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ-বৃদ্ধি’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১২। টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
ক. স্টোলন
খ. অফসেট
গ. চোখ
ঘ. ফাইলোক্লেড
১৩। কোন ধরনের উদ্ভিদের অঙ্গে পর্ব ও পর্বসন্ধি স্পষ্ট?
ক. রাইজোম খ. টিউবার
গ. অফসেট ঘ. কন্দ
১৪। কোনটি অতি ক্ষুদ্র কাণ্ড?
ক. পেঁয়াজ খ. মিষ্টি আলু
গ. পটোল ঘ. কচু
১৫। কোন উদ্ভিদে স্টোলন দেখা যায়?
ক. রসুন খ. পুদিনা
গ. নারিকেল ঘ. মরিচ
১৬। কোন উদ্ভিদে অফসেটের মাধ্যমে প্রজনন ঘটে?
ক. মিষ্টি আলু খ. পেঁয়াজ
গ. কচুরিপানা ঘ. কচু
১৭। কোন রূপান্তরিত কাণ্ডটি সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে?
ক. টিউবার খ. কন্দ
গ. স্টোলন ঘ. ফাইলোক্লেড
১৮। কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথ না হয়ে পিণ্ডের আকার ধারণ করে?
ক. কন্দ খ. রাইজোম
গ. বুলবিল ঘ. ফাইলোক্লেড
১৯। কোন উদ্ভিদে বুলবিলের মাধ্যমে প্রজনন ঘটে?
ক. রামনা
খ. কেয়া
গ.সেগুন
ঘ. চুপড়ি আলু
২০। কোন উদ্ভিদে পাতার সাহায্যে প্রজনন ঘটে?
ক. বট
খ. সাইকাস
গ. পাথরকুচি
ঘ. কল্কাসুন্দা
২১। কলম বা লেয়ারিংয়ের প্রথম কাজ হলো উপযুক্ত স্থানে-
ক. বাকল কাটা
খ. গোবর মাটি দিয়ে ঢেকে দেয়া
গ. শাখা কেটে নেয়া
ঘ. সেলোফেন টেপ দিয়ে শাখাটি মুড়ে দেয়া
২২। ফুলের কোন অংশটি সালোকসংশ্লেষণে অংশ নেয়?
ক. দল খ. বৃতি
গ. পুংকেশর
ঘ. গর্ভকেশর
উত্তর : ১২.গ. ১৩.ক ১৪.ক, ১৫.খ, ১৬.গ, ১৭.ঘ, ১৮.গ, ১৯.ঘ, ২০.গ, ২১.ক, ২২.খ।


আরো সংবাদ



premium cement